Hsc Organic Chemistry

HydroCarbons

Some suggestions:
  • Remember named reactions
  • Remember common compound names
  • Remember reaction catalysts
  • Remember reactivity of functional groups

হাইড্রোকার্বন: কার্বন এর সাথে হাইড্রােজেন/অন্য মৌল যুক্ত হয়ে গঠিত যৌগ যা জীবদেহে পাওয়া যায়। 
তেল, চর্বি, মাংস, রক্ত, চুল, কাঠ, গাছের ফুল-ফল-পাতা  এ সবকিছুই মূলত হাইড্রোকার্বন।
কার্বন হলো হাইড্রোকার্বন এর মেরুদন্ড।  

এটি হচ্ছে সবচেয়ে সরল হাইড্রোকার্বন

কার্বন এর বৈশিষ্ট্য: 

  • যোজনী ৪ ( চারটি হাত ) 
     

  • অন্য কার্বনের সাথে একক/দ্বি/ত্রি বন্ধন তৈরি করতে পারে 
     

  • বাকি হাতগুলোতে যুক্ত হতে পারে হাইড্রোজেন(H), নাইট্রোজেন(N), সালফার(S), অক্সিজেন(O), হ্যালোজেন(X=F, Cl, Br, I) ইত্যাদি 


    Propyl Amine
    Propyl Amine এর আসল গঠন
     
নামকরণ:
> কার্বন কার্বন একক বন্ধন থাকলে, অন্য হাতে H থাকলে সেগুলো অ্যালকেন শ্রেণির সদস্য 

n সংখ্যক C এবং 2n+2 সংখ্যক H => সাধারন সংকেত: CnH2n+2

      
H এর জায়গায় অন্য কিছু থাকলে  যৌগটি হবে অ্যালকেনের জাতক ( Derivative: Derived from ) । যেমন 
  
অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন সরিয়ে নিলে এক হাত ফাকা মূলক তৈরি হয়, এরা অ্যালকাইল মূলক। যেমন: CH4 (মিথেন) থেকে CH3- (মিথাইল মূলক)। C2H6 (ইথেন) থেকে C2H5- (ইথাইল মূলক) ।    

অ্যালকাইল মূলক গুলোকে R- দিয়ে প্রকাশ করা হয়।

 R- এর এই ফাকা হাতে বিভিন্ন মূলক যুক্ত হয়ে ( কার্যকরী মূলক ) বিভিন্ন ধরনের (শ্রেণির ) যৌগ তৈরি হয়। যেমন: 

R-X        =  অ্যালকাইল হ্যালাইড

R-OH     =  অ্যালকোহল

R-O-R    =  ইথার

R-CHO   = অ্যালডিহাইড

R-CO-R  =  কিটোন

R-CO-OH = (কার্বক্সিলিক) এসিড

R-NH2      =  অ্যালকাইল অ্যামিন

একই শ্রেণির সদস্যদের মধ্যে কার্বন সংখ্যা এক এক করে বাড়তে থাকে।

তাদের বৈশিষ্ট্য একইরকম হয়। এজন্য এদের সমগোত্রীয় শ্রেণি বলা হয়।

R-  =    CH3- / C2H5- / C3H7- অর্থাৎ CnH(2n-1)

 

> কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে সেগুলোকে বলা হয় অ্যালকিন 
n সংখ্যক C এবং 2n সংখ্যক H => সাধারন সংকেত: CnH2n

 
কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে সেগুলোকে বলা হয় অ্যালকাইন 
n সংখ্যক C এবং 2n-2 সংখ্যক H => সাধারন সংকেত: CnH2n-2

 


মূল অংশ

  •  কিভাবে তৈরি হয় বিভিন্ন শ্রেণির হাইড্রোকার্বন?
  • কোন শ্রেণি কি কি ধরনের বিক্রিয়ায় অংশ নেয়?
  • কোন একটি হাইড্রোকার্বন কোন শ্রেণির তা শনাক্ত করার উপায়?

অ্যালকেন:
উৎপাদন
  1. R-COONa + NaOH(CaO) -> R-H (Alkane) + Na2CO3
  2. C + H2O  -- 1300'c -->  [CO+H2] -- 300'c, Ni, H2  --> CH4




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজার মুকুট এবং একজন আর্কিমিডিস

বাণী & Quotes